করোনা আক্রান্ত সাংসদের দ্রুত আরোগ‍্য কামনায় পুজো দিলেন কর্মী সমর্থকরা

18th December 2020 2:24 pm বাঁকুড়া
করোনা আক্রান্ত সাংসদের দ্রুত আরোগ‍্য কামনায় পুজো দিলেন কর্মী সমর্থকরা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   আজ জেলার জঙ্গলমহলের রাইপুর ব্লকের বিজেপি মন্ডল ১ এর যুব মোর্চার উদ্যোগে মহামায়ার মন্দিরে পূজো দিয়ে বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকারের দ্রুত সুস্থতা কামনা করে। গত কাল সাংসদ ডাঃ সুভাষ সরকার তিনি নিজে তার ফেসবুকে ও সোসাল মিডিয়ার মাধ্যমে জানায় যে তিনি করোনা আক্রান্ত। তাই তিনি নিজেকে আলাদা করে বাড়ীতে রেখেছেন ও তার  সংস্পর্শে যারা এসেছেন তারা যাতে কোভিদ পরীক্ষা করিয়ে নেয় তার অনুরোধ করেন। আর আজ যুব মোর্চার সদস্যরা তার দ্রুত আরোগ্য কামনা করে পূজো দিলেন মা মহামায়া মন্দিরে। এদিন রায়পুর মন্ডল একের বিজেপির যুব মোর্চার সভাপতি সৌভিক মল্লিক বলেন বাঁকুড়া লোকো প্রিয় সাংসদ তিনি সোশ্যাল মিডিয়াতে জানান কোভিদ প্রজেটিভ হয়েছেন তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনার্থে আজকে তারা পুজো দেন। 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।